বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার
![]() |
বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার |
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী, ফরিদপুর থেকে:
ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার কলারণ খেলার মাঠ সংলগ্ন মধ্যেরগাতীতে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ আগস্ট-২০২৫) সকাল ১০টায় মাদরাসার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক হাফেজ ক্বারী আবু হানিফ শেখ ও দৈনিক সংবাদ প্রবাহর বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা শাখার প্রধান শিক্ষিকা মোসাঃ আছিয়া বেগম, সহকারী শিক্ষিকা মোসাঃ রুপা খানম ও মোসাঃ কারিমা খানম। অনুষ্ঠানে নূরানী বিভাগের প্লে ও নার্সারি শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া, জামাতখানা ও কিরাত বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলও এদিন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোঃ আরশাদ মোল্লাসহ সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।