Breaking

Monday, July 29, 2019

চরভদ্রাসন থানা পুলিশের আয়োজনে গুজব ও ডেঙ্গু প্রতিরোধক প্রচারনা

এএফ ডেস্ক/ফরিদপুর-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় থানা পুলিশের আয়োজনে গুজব ও ডেঙ্গু প্রতিরোধমূলক বিশেষ প্রচারনা ও র‌্যালীর আয়োজন করা হয়।

সোমবার সকাল এগারোটায়  স্থানীয় জনগনের মধ্যে মাইকিং ও র‌্যালীর ম্যাধ্যমে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটি সম্পর্ন গুজব এবং গনপিটুনি দিয়ে আহত করা ফৌজদারী অপরাধ প্রচার করা হয়। ফেসবুক ,টুইটার ও ইউটিউবে এ ধরনের পোষ্ট করা থেকে সাধারন জনগনকে বিরত থাকতে বলা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে পরিষ্কার, দ্রুত ডাক্তারের পরামর্শ, রোগিকে তরল ও স্বাভাবিক খাবার এবং রাতে ঘুমানোর সময় মশারী টানানোর কথা বলা হয়।
এসময় র‌্যালী ও প্রচারনায় অংশগ্রহন করেন উপজেলা নিবার্হী অফিসার জেসমিন সুলতানা,থানা ইনচার্জ হারুন অর রশীদ,ও থানার সকল কর্মকতা- কর্মচারী এবং স্থানীয় জনগন। 

No comments:

Post a Comment