জীবন্ত মানুষ তবে কেন,
নেই হুশ।
কল্পনায় জোড়াতালি,
স্বপ্নে বেহুশ-----।
স্বার্থের দেওয়ালে,
নির্থক ভাবনা গুলো
দিন গুনে পথে ।
থেমে যায় তখন --
স্বার্থে আঘাত লাগিলে।
গলাবাজি করে
করতালি মিলে,
সময়ের গন্ডি পেড়িয়ে গেলে
কেউ কি পাশে থাকে ?
পথের ধূলায় মিলে যায়,
জীবনের জয়ো গান।
অশ্রু জলে প্লাবিত হল
ব্যর্থ জীবনের মহিয়ান।
স্বার্থের দ্বারে সকলি ঘুরে,
নিজেকে তবু ভাবে মহান।
No comments:
Post a Comment