নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
গত ২৪ শে আগষ্ট ফরিদপুর শহরের ধুলদী সড়ক দূর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে একজন ছিলেন জুথির(৭) মা।মা নিহত হলেও বেঁচে যান যুথি।তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।বেশ গুরুতর আঘাত পান যুথি। এ সময় তার পাশে দাড়াঁনোর মত কেউ ছিল না। পাশে দাঁড়াল ফরিদপুর জেলা ছাত্রলীগ। জুথির যাবতীয় চিকিৎসা ও ঔষুধ খরচ বহন করে ফরিদপুর জেলা ছাত্রলীগ ।
চার দিন চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ করে গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে এম্বুল্যান্স ভাড়া নিয়ে নড়াইল তার বাসায় পৌছে দেন ফরিদপুর জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে যুথির সম্পূর্ণ দেখাশোনা করেন ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাজিব।এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক ইভান, সাবেক রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) এজিএস অমিত বিশ্বাস অর্ক,রানা প্রমূখ।
No comments:
Post a Comment