এএফ/ ফরিদপুর থেকে :
ফরিদপুরে মাসব্যাপী জেলা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষনের উদ্বোধন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আয়োজনে শহরের স্টেশন রোডে আজিজ কুঠীতে অবস্থিত অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, প্রশিক্ষক নাজনীন নাহার নিপা প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা যদি তৈরি করা যায় তাহলে একজন উদ্যোক্তা সমাজের যে বেকার সমস্যা রয়েছে তা দূর করতে ভূমিকা পালন করতে পারে। এখানে যে টেনিং করানো হবে মাস ব্যাপী তাতে আপনারা সমাজে ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন এটা আশা করছি।
উল্লেখ্য জেলা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন এই প্রকল্পে ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষন দেয়া হবে হাতে কলমে।
No comments:
Post a Comment