শোভন এহসানঃ প্রাকৃতিক দূর্যোগ প্রশমনে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখার চার পাশ জুরে ৪০০ টির বেশি তালের বীজ বপন করেছেন শিক্ষক নূরুল ইসলাম ও তাঁর ছাত্ররা।
৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বীজ গুলো বপন করা হয়।এতে নেতৃত্ব দেন বৃক্ষপ্রেমী শিক্ষক নূরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম ব্যক্তিগতভাবে শহরের রাস্তার শোভা বাড়াতে তালের বীজ বপনের উদ্যোগ নেন।
এজন্য তিনি চলতি মাসের প্রথম থেকে গ্রাম-গন্জ থেকে তালের বীজ (আঁটি) গুলো সংগ্রহ করেন।
ছাত্রদের সাথে নিয়ে তালের বীজগুলো সরকারি রাজেন্দ্র কলেজের চারপাশে সারিবদ্ধ করে ৫ হাত দুরত্বে ৪০০ টির বেশি তালের বীজ বপন করেন বৃক্ষপ্রেমী শিক্ষক নূরুল ইসলাম।
এসময়ে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসিম কুমার সাহা স্বেচ্ছায় তালের বীজ রোপনে অংশগ্রহন করেন।
No comments:
Post a Comment