বিনোদন ডেস্কঃ
শোবিজ দুনিয়ার পরিচিত মুখ মডেল আদর সাহা, তিনি বেশ কয়েক বছর ধরে দাপটের সাথে কাজ করে যাচ্ছে বিভিন্ন ফ্যাশন সো থেকে শুরু করে,ব্রান্ড ফটোশুট,পত্রিকা শুট,বিজ্ঞাপন,শর্ট ফিল্ম ইত্যাদি তে এবার তিনি কাজ করেছেন "লাজ লাগে" শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও তে।এম এ বাসার তুুষার এর লেখা সুজন আহম্মদ এর সুরে গানটি তে কন্ঠ দিয়েছেন এস বি সুমা এবং মিউজিক ভিডিওতে আদর সাহার সাথে মডেল হয়েছেন গায়িকা এস বি সুমা নিজেই।
বেশ কিছু দিন হলো ঢাকা ও গাজীপুর এর মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা হয়েছে,মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম দৃশ্য ধারন করেছেন এ এম রিজু প্রোডাকশন রিজু ফিল্মস্,অল্প কিছুদিনের মধ্যেই পদ্মা মিউজিক এর ইউটিউব চ্যানেল এ "লাজ লাগে" শিরোনামের এই গানের মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে। এ সম্পর্কে আদর সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, গানটা খুবই সুুন্দর আর ভিডিওতে দর্শকরা পাচ্ছে স্লো মোশনের নাচসহ সুন্দর একটি রোমান্টিক ভিডিও তিনি আরো বলেন কাজটা আমরা খুব যত্ন করেছি আশা করছি সবার ভালে লাগবে আর আমাদের পুরো টিমের সবাই খুব বন্ধুত্বপূর্ণ ছিলো তাই সহজেই কাজটা করতে পেরেছি। আদর সাহার বর্তমান কাজ নিয়ে জানতে চাইতে তিনি বলেন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি
No comments:
Post a Comment