ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর পুলিশ সুপারের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।প্রতিদিনই সদর উপজেলার বানভাসীদের এই ত্রান সহায়তা করা হয়।
জানা যায়, পুলিশ সুপার আলিমুজ্জামানের (পিপিএম সেবা) নির্দেশে প্রতিদিনই রিজার্ভ অফিসার মো. আনোয়ার হোসেন বাস্তবায়ন করছেন এই ত্রাণ বিতরণ কার্যক্রম।ফরিদপুর পুলিশ লাইনের রইচ, অমিত, হামিদ, হিমেল, রাসেলসহ পুলিশ সদস্যদের একটি টিম নিয়ে শনিবার সন্ধ্যায় শহরতলীর সিএন্ডবি ঘাট সংলগ্ন বানু ফকিরের ডাঙ্গী, বালিয়াডাঙ্গী, মদন খালি, পালডাঙ্গী ও ব্যাপারীডাঙ্গী গ্রামের শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয় ত্রাণ সামগ্রী।
হাটু পানির বেশিতে তলিয়ে যাওয়া এসব ঘরবাড়ির সামনে গিয়ে পুলিশ সদস্যরা ওই এলাকার বাসিন্দাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরিবারপ্রতি পাঁচ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ২ টি সাবানসহ শিশু খাদ্য তুলে দেয়া হয়।
No comments:
Post a Comment