মোঃরিফাত ইসলাম। ফরিদপুর থেকেঃ
আসন্ন পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৩০ এপ্রিল ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ পরিকল্পনা নিন্মরূপ:
১। বাজার তদারকি/অভিযান পরিচালনা:
ক. বিশেষ সেবা সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঢাকা মহানগরসহ দেশব্যাপী শুক্র ও শনিবারসহ সাতদিন বাজার তদারকি র্কাক্রম জোরদারকরণ;
খ. বিশেষ সেবা সপ্তাহ পালনের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানানো/প্রদর্শন করার বিষয়টি জনস্বার্থে নিশ্চিতকরণ;
গ. বাজার তদারকি/অভিযান পরিচালনাকালে সচেতনতামূলক কর্মকান্ড জোরদারকরণ।
২। টিসিবির ট্রাক সেল: আসন্ন পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের লক্ষ্যে ভোক্তাগণ যেন টিসিবি’র পণ্য সঠিক মূল্যে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ক্রয় করতে পারে সে লক্ষ্যে টিসিবি’র ট্রাক সেল তদারকি।
৩। প্রচারণামূলক কার্যক্রম:
ক. বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ;
খ. বিশেষ সেবা সপ্তাহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রমে ব্যবহৃত গাড়িতে ৩০ এপ্রিল ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত ‘বিশেষ সেবা সপ্তাহ’ লেখা সম্বলিত ব্যানার ব্যবহার;
গ. বিশেষ সেবা সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার অভিযান পরিচালনাকালে হ্যান্ড- মাইকের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা;
ঘ. বিশেষ সেবা সপ্তাহে ‘ মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ভোক্তা-ব্যবসায়ী ও পথচারীর মধ্যে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ।
No comments:
Post a Comment