মোঃরিফাত ইসলাম। স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের ৩য় দিন আজ ২ মে ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং মান্যবর জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার কানাইপুর বাজারে ফল, খেজুর, মাংস ও নিত্যপণ্যের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে। এছাড়াও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ এবং মাস্ক পরিধান করুন, সুস্হ থাকুন বিষয়ে ভোক্তা সাধারণের মধ্যে প্রচারণা চালনা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করা হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে বিশেষ অভিযান ও প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন|
No comments:
Post a Comment