চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু -দৈনিক আমাদের ফরিদপুর |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক বাছারবাড়ী এলাকায় ভুবেনশ্বর নদীতে গোসল করতে নেমে ফাহিম ওরফে ছাব্বির (৬)নামে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক শিশুর ডুবে মৃত্যু হয়।সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
জানা যায়,দুবাই বসবাসরত আঃ রহিমের তিনপুত্রের মধ্যে ছাব্বির ছিল মেঝ। বাড়ির সামনেই নদী হওয়ায় প্রতিদিনের ন্যায় দুপুর ১ টার দিকে তিন ভাই একসাথে গোসল করতে নামে।ঘন্টাখানের পর সাতার জানায় বাকি দুইভাই গোসল শেষে উঠে আসে।সাতার না জানায় ছাব্বির আর উঠে আসতে পারেনি।
স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা পরে ছাব্বিরের লাশ উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়া ফেরদৌস শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।ডানপিটে স্বভাবের ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment