Breaking

Thursday, December 23, 2021

ফরিদপুরে এইচআইভি এইডস সংক্রমণ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত


 

 মোঃরিফাত ইসলাম,ফরিদপুর।

ফরিদপুরে  এইচআইভি এইডস সংক্রমণ প্রতিরোধে এক সেমিনার আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং পলাশ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের  এর সভাপতি ডাক্তার মোঃ জলিল , কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক আবুল হোসেন আজাদ ও  হায়দার খান ফরিদপুর পৌরসভার  ,২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর  আওয়াল খান তনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, ফরিদপুর জজ কোর্টের এপিপি  আসমা জামান, এহসানুল করিম শাহীন, রেল কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ বারী, খন্দকার শহীদ প্রমূখ।

সভায় এইচআইভি এইডস এর লক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং এর প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে হিজড়াদের প্রসঙ্গে আলোচনাকালে বক্তারা বলেন হিজড়া আমাদের সন্তান । তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বাসস্থান ও  খাবারের ব্যবস্থা করতে হবে  । তারা যাতে ভবিষ্যতে কোন খারাপ কাজে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ২০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment