Breaking

Showing posts with label Dhaka. Show all posts
Showing posts with label Dhaka. Show all posts

Thursday, December 23, 2021

December 23, 2021

ফরিদপুরে এইচআইভি এইডস সংক্রমণ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত


 

 মোঃরিফাত ইসলাম,ফরিদপুর।

ফরিদপুরে  এইচআইভি এইডস সংক্রমণ প্রতিরোধে এক সেমিনার আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং পলাশ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের  এর সভাপতি ডাক্তার মোঃ জলিল , কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক আবুল হোসেন আজাদ ও  হায়দার খান ফরিদপুর পৌরসভার  ,২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর  আওয়াল খান তনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, ফরিদপুর জজ কোর্টের এপিপি  আসমা জামান, এহসানুল করিম শাহীন, রেল কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ বারী, খন্দকার শহীদ প্রমূখ।

সভায় এইচআইভি এইডস এর লক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং এর প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে হিজড়াদের প্রসঙ্গে আলোচনাকালে বক্তারা বলেন হিজড়া আমাদের সন্তান । তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বাসস্থান ও  খাবারের ব্যবস্থা করতে হবে  । তারা যাতে ভবিষ্যতে কোন খারাপ কাজে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ২০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

Monday, October 5, 2020

October 05, 2020

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান ফরহাদ

 



ইউনিভার্সিটি অব মালায়ার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ফরহাদ হোসেনের (৪০) দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর মিরপুরে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালে।


তিনি বর্তমানে অধ্যাপক ডা. হারুন অর রশিদের তত্ত্বাবধানে নিয়মিত ডায়ালাইসিসসহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, দ্রুত কিডনি ট্রান্সপারেন্ট না করানো গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব।


পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ফরহাদ হোসেন মান পরীক্ষণ ও পরিদর্শনকারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। দুই সন্তান, স্ত্রী এবং বৃদ্ধা মা’কে নিয়ে ফরহাদ হোসেন তার ছোট ভাইয়ের পড়াশোনা খরচও চালাতেন।


অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ চালাতে পারছে না পরিবারটি। ঢাকা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন পরিবারটি।


তার চিকিৎসার জন্য এখনও প্রায় ২০-২২ লাখ টাকার প্রয়োজন। কিডনি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার জরিপ থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোন না কোনোভাবে কিডনি রোগে ভুগছে।


আর আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর। এ ধরনের রোগীর জন্য মাত্র দুরকম চিকিৎসা পদ্ধতি রয়েছে। হয় ডায়ালাইসিস অর্থাৎ যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে কিডনির কাজ করানো বা কিডনি প্রতিস্থাপন।


কিন্তু এই দুই ধরণের চিকিৎসা পদ্ধতিই ব্যয়বহুল। বছরে ৪০ হাজার রোগীর যে কিডনি বিকল হচ্ছে। তাদের সবার চিকিৎসা দিতে চাইলে মানসম্মত হাসপাতালের পাশাপাশি চিকিৎসার ব্যাপ্তিটা দরকার। এখন নিম্ন মধ্যম আয়ের দেশে নতুন ৪০ হাজার রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া এবং প্রতিস্থাপন করা সম্ভব হয় না।


সাহায্য পাঠানোর ঠিকানা:

মানসুরা আক্তার মানু (Mansura Akhter Manu), (ফরহাদ হোসেনের স্ত্রী)

অ্যাকাউন্ট নম্বর: ১০৭-১০১-০০১-৫৭৫৭ কাওরান বাজার শাখা,

সুইফট কোডঃ ০৯০-২৬২-৫৩৭, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

বিকাশ নম্বর ০১৭১৬১৩১৩১০

Monday, September 28, 2020

September 28, 2020

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত



নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিপক কুমার রায়, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, বøাস্টের সমন্বয়কারী শ্রিপা গোস্বামী প্রমূখ।

বক্তারা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্বরাপ করেন সভায়।



Thursday, September 17, 2020

September 17, 2020

আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু


ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করেছে। সকাল থেকেই সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান।

ট্রেনের ৫০ শতাংশ ট্রেনের টিকিট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হচ্ছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।

করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।

এছাড়া করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবগুলোই অনলাইনে বিক্রি হতো। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

Tuesday, September 10, 2019

September 10, 2019

চরভদ্রাসনে আলোচিত নৌকাবাইচ অনুষ্ঠিত




নাজমুল হাসান নিরব ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আঃ গফুর মৃধার ডাঙ্গী গ্রামের পদ্মার পাড়ে শনিবার বিকেল ৪ টার দিকে এক বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও চার ইউপি চেয়ারম্যানের আয়োজনে এই অনুষ্ঠান সর্ম্পূন হয়।
উক্ত বাইচে আশেপাশের এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।বাইচে মোট নয়টি দল অংশগ্রহন করে।অংশগ্রহনকারী ৯ দলকে তিনটি ভাগে বিভক্ত করে বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়।তিন দলের মোট ৬ দলকে পুরুষ্কার হিসেবে টেলিভিশন প্রদান করা হয়।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন মোল্যার সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানের পুরুষ্কার বিতরন কালে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ-সভাপতি আবু ইসাহাক,বোরহান মোল্যা,খশরু মেল্যা,রোজাউল খান,প্রমূখ।
আলোচিত এই নৌকাবাইচে বালিয়া ডাঙ্গীর গ্রামের রাশেদ মোল্যার নৌকা চ্যাম্পিয়ন হয়, চরশালেপুরের শেখ লুৎফরের নৌকা রানার্সআপ হয় ।এছারা বাকী প্রতিযোগিতাদের ও পুরুষ্কার বিতরন করা হয়।এ সময় বাইচ আয়োজক কমিটি প্রতিবছর একই তারিখে একই স্থানে বাইচ আয়োজন করার ঘোষনা করেন।
আরো জানা যায় পার্শ্ববর্তী এলাকার কিছু লোকজন এই নৌকা বাইচের বিরুদ্ধে ছিল।তারা মানববন্ধন ও মৌন মিছিল করে।এক পর্যায়ে উপজেলা প্রশাসন বাইচ বন্ধের জন্য মাইকিং ও করে।কিন্তু এইসব উপেক্ষা করে প্রায় ১ কি.মি পরবর্তী নদীর পাড়ে এলাকাবাসী ও দুর-দুরান্তের হাজার হাজার লোকসমরোহে এই বাইচ অনুষ্ঠিত হয়। 
September 10, 2019

ফরিদপুরে মাছ সিন্ডিকেটের কাছে ধরাশায়ী মাছের রাজা ইলিশ



ফরিদপুর প্রতিনিধি : 
চলছে ইলিশের ভরা মৌসুম, তবু বাড়ছে দাম। প্রায় এক মাস ধরে ফরিদপুরের মাছের বাজার অনেকটাই ইলিশের দখলে। সব বাজারেই মিলছে বড় বড় ইলিশ। ফলে ক্রেতারাও অনেকটা ইলিশের দিকে ঝুঁকছেন। এরপরও কমছে না মাছের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে একশ’ থেকে দুইশ’ টাকা। এক কেজি ওজনের প্রতি পিস ইলিশ মিলছে ১২৩শ’ থেকে ১৩শ’ টাকায়। ক্রেতাদের অভিযোগ, মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে ইলিশ মাছ চড়া দামে বিক্রি হচ্ছে।
জেলার কয়েকটি মাছ বাজার ঘুড়ে দেখা যায়, প্রতিটি বাজরেই রয়েছেই ইলিশের প্রচুর আমদানী তারপরেও বাড়ছে প্রতিনিয়ত দাম। 
ক্রেতারা জানান, বাজারে ইলিশের এতো আমদানী তারপড়েও কেন যে দাম বাড়ানো হচ্ছে বুঝে উঠতে পারছিনা। তারা বলেন হাজী শরীয়তুল্লাহ বাজার থেকে সদর উপজেলাসহ কয়েকটি বাজারের মাছের বাজার নিয়ন্ত্রন হয় বেশীর ভাগ ক্ষেত্রে। এখানে হারান সরকারসহ কয়েকজন ইলিশ মাছ বাজারে আনে। তাদের অতি মুনাফা লোভের কারনেই মাছের বাজারে ইলিশের এতো দাম। তাদের উপর নজরদারী বাড়ানো হলে দাম কমে আসবে বলে তারা জানান। এক্ষেত্রে প্রশাসন ও ভোক্তা অধিকারের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ক্রেতারা। 
খোঁজ নিয়ে জানা গেছে, বাজার ভেদে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৩০০ টাকা কেজি। ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা কেজি। ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা কেজি দরে। ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকা কেজি দরে। 
গোয়ালচামট এলাকার এক ক্রেতা বলেন, বাজারে গিয়ে যে দিকেই তাকাই শুধু ইলিশ আর ইলিশ দেখি। বড় ছোট সব ধরনের ইলিশ বাজারে ভরপুর। কিন্তু কিনতে যান হাজার টাকার নিচে ভালো ইলিশ পাবেন না। এক হাজার টাকা দিয়ে এক কেজি মাছ কেনা কয়জনের পক্ষে সম্ভব?
ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজার সমিতির যুগ্ম সাধারন সম্পাদক নূর মোহম্মদ মাখন বলেন, মাছের আমদানী কমের কারনে মাছের দাম এতো বেশী। সামনে দাম কমে যাবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, বরিশালের মাছের দাম বেশী। তবে বাজারে বেশী পাওয়া যাচ্ছে চট্রগ্রামের ইলিশ এর দাম একটু কম। বাজারে কোন সিন্ডিকেট নেয় বলে তিনি জানান। 

September 10, 2019

চরভদ্রাসনে স্কুলের ছাদে ঝুঁকিপূর্ন মোবাইল টাওয়ার



নিজস্ব প্রতিনিধি: 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদে ওয়ারিদ ও ইয়ারটেল মোবাইল কোম্পানীর নেটওয়াকিং টাওয়ার বসানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত দ্বিতল ভবনের ছাদ ভাড়া দিয়ে মাসে ২৪ হাজার টাকা আয় করে চলেছেন। কিন্ত একই ভবনের দ্বিতল অংশ জুড়ে অন্ততঃ ৫টি কক্ষে চালানো হচ্ছে পাঠদান কর্মসূচী। ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে বিদ্যালয় ভবনটি চরম ঝুঁকিপূর্ণ বলে শঙ্কা প্রকাশ করে চলেছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। এ ব্যপারে উর্দ্ধতন দপ্তরে বার বার অভিযোগ করার পরও উক্ত বিদ্যালয় ভবনের ছাদে থেকে মোবাইল কোম্পানীর টাওয়ারগুলো অপসারন করা হচ্ছে না বলে ছাত্রছাত্রী সহ ম্যানেজিং কমিটির একাধিক কার্যকরি সদস্যরা অভিযোগ করেছেন। 
    রবিবার উক্ত বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রী মলি আক্তার (১৩) জানায়, “ এ বছর উপজেলায় ঝড়ের প্রবনতা বেশী। বিদ্যালয় ভবনের উপর মোবাইল টাওয়ার থাকায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় স্কুলে ক্লাস করা ঝুঁকিপূর্ন। তাই আকাশে কালো মেঘ দেখলে ক্লাস থেকে পালিয়ে বাড়ী চলে আসি”।
একই দিন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিমের সাথে যোগাযোগ করতে গিয়ে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার জানান, “ বেশ কিছুদিন আগে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিমকে ডেকে এনে বিদ্যালয় ভবনের ছাদ থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নিতে বলেছি। একই সাথে বিদ্যালয় ভবনের ছাদে মোবাইল টাওয়ার স্থাপন করা যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে প্রকৌশলী কর্তৃক অনুমতি পত্র দেখানোর নির্দেশ দিয়েছিলাম। কিন্ত প্রধান শিক্ষক এ পর্যন্ত প্রকৌশলী সনদও দেখান নাই, এমনকি মোবাইল কোম্পানীর উক্ত টাওয়ারটি অপসারনও করেন নাই”।
বিদ্যালয় কার্যকর কমিটির সদস্য শাহজাহান ঝন্টু ও গিয়াস উদ্দিন মোল্যা জানায়, “ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার পর গত আড়াই বছর ধরে বিদ্যালয় ভবনের ছাদের উপর মোবাইল টাওয়ারগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রধান শিক্ষককে বার বার অনুরোধ করছি। উক্ত সদস্যরা আরও জানান, ছেলে মেয়েদের মানুষ করতে এনে টাকার লোভে আমরা প্রাণনাশের দিকে ঠেলে দিতে পারি না বলে স্কুলের বিভিন্ন সভায় প্রস্তাব দিয়েছি। কিন্ত প্রতি মাসে মোবাইল কোম্পানীর কাছ থেকে প্রধান শিক্ষক মোটা অংক পাচ্ছেন। তাই তিনি টাকার লোভ সামলাতে পারেন নাই বলে ছাত্রছাত্রীর জীবনের ঝুঁকির মধ্যে রেখেও প্রধান শিক্ষক বিদ্যালয় ভবনের ছাদে মোবাইল টাওয়ার বহাল রেখেছেন”
September 10, 2019

আসছে আদর সাহা ও এস বি সুমার নতুন মিউজিক ভিডিও "লাজ লাগে"

 

বিনোদন ডেস্কঃ
শোবিজ দুনিয়ার পরিচিত মুখ মডেল আদর সাহা, তিনি বেশ কয়েক বছর ধরে  দাপটের সাথে কাজ করে যাচ্ছে বিভিন্ন ফ্যাশন সো থেকে শুরু করে,ব্রান্ড ফটোশুট,পত্রিকা শুট,বিজ্ঞাপন,শর্ট ফিল্ম ইত্যাদি তে এবার তিনি কাজ করেছেন "লাজ লাগে" শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও তে।এম এ বাসার তুুষার এর লেখা সুজন আহম্মদ এর সুরে গানটি তে কন্ঠ দিয়েছেন এস বি সুমা এবং মিউজিক ভিডিওতে আদর সাহার সাথে মডেল হয়েছেন গায়িকা এস বি সুমা নিজেই।
বেশ কিছু দিন হলো ঢাকা ও গাজীপুর এর মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা  হয়েছে,মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন  সাইফুল ইসলাম দৃশ্য ধারন করেছেন এ এম রিজু প্রোডাকশন রিজু ফিল্মস্,অল্প কিছুদিনের মধ্যেই পদ্মা মিউজিক এর ইউটিউব চ্যানেল এ "লাজ লাগে" শিরোনামের এই গানের মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে। এ সম্পর্কে আদর সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, গানটা খুবই সুুন্দর আর ভিডিওতে দর্শকরা পাচ্ছে স্লো মোশনের নাচসহ সুন্দর একটি রোমান্টিক ভিডিও তিনি আরো বলেন কাজটা আমরা খুব যত্ন করেছি আশা করছি সবার ভালে লাগবে আর আমাদের পুরো টিমের সবাই খুব বন্ধুত্বপূর্ণ ছিলো তাই সহজেই কাজটা করতে পেরেছি। আদর সাহার বর্তমান কাজ নিয়ে জানতে চাইতে তিনি বলেন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি

Friday, September 6, 2019

September 06, 2019

প্রাকৃতিক দূর্যোগ প্রশমনে ফরিদপুরের রাস্তায় শিক্ষক নূরুলের তালের বীজ বপন



 শোভন এহসানঃ প্রাকৃতিক দূর্যোগ প্রশমনে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখার চার পাশ জুরে ৪০০ টির  বেশি তালের বীজ বপন করেছেন শিক্ষক নূরুল ইসলাম ও তাঁর ছাত্ররা।
 ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বীজ গুলো বপন করা হয়।এতে নেতৃত্ব দেন বৃক্ষপ্রেমী শিক্ষক নূরুল ইসলাম।
 সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম ব্যক্তিগতভাবে শহরের রাস্তার  শোভা বাড়াতে তালের বীজ বপনের উদ্যোগ নেন।
এজন্য তিনি চলতি মাসের প্রথম থেকে গ্রাম-গন্জ থেকে তালের বীজ (আঁটি) গুলো সংগ্রহ করেন।
 ছাত্রদের সাথে নিয়ে তালের বীজগুলো সরকারি রাজেন্দ্র কলেজের চারপাশে সারিবদ্ধ করে ৫ হাত দুরত্বে ৪০০ টির বেশি  তালের বীজ বপন করেন বৃক্ষপ্রেমী শিক্ষক নূরুল ইসলাম।
এসময়ে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসিম কুমার সাহা স্বেচ্ছায় তালের বীজ রোপনে অংশগ্রহন করেন।